চাকরির পাশাপাশি যে কাজগুলো করতে পারেন

 লেখাপড়া করা অবস্থায়ও পার্টটাইম জব করা যায়। অধ্যায়নরত অবস্থাতেই ছেলেমেয়েরা এই ধরনের জব করে থাকে। আমাদের দেশে এর প্রচলন তেমন না হলেও কিছু কিছু সেক্টরে পার্টটাইম জবের বেশ কদর রয়েছে। কয়েকটি খাতের কথা এখানে তুলে ধরা হলো—

চাকরির পাশাপাশি যে কাজগুলো করতে পারেন


ফ্রিল্যান্সিং

এ সময়ের তারণ্যের একটি জনপ্রিয় পছন্দ হলো পার্টটাইম জব। সঠিক হিসেব না থাকলেও দেশের প্রায় ৩০ থেকে ৪০ হাজার তরুণ-তরুণী এই পেশার সাথে জড়িত থেকে অনেক অর্থ কামিয়ে নিচ্ছে। অনেকেই ধারণা করছেন প্রত্যেকে প্রায় এক থেকে দেড় হাজার মার্কিন ডলার আয় করছেন ঘরে বসেই। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে সফটওয়্যার তৈরি ও উন্নয়ন, ওয়েবসাইট তৈরি ও ডিজাইন, মোবাইল অ্যাপস, গেমস, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, ভিওআইপি অ্যাপ্লিকেশন, ডেটা অ্যান্ট্রি, গ্রাফিক ডিজাইন, প্রি-প্রেস, ডিজিটাল ডিজাইন, সাপোর্ট সেবা, কাস্টমাইজড অ্যাপ্লিকেশন তৈরি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি এর সাথে আরও যুক্ত হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মার্কেটিংয়ের কাজও।

সুপারশপ

সুপার শপগুলোতে গ্রাহক সেবার জন্য অল্পবয়সী তরুণ-তরুণীকে। এদের মধ্যে অনেকেই থাকেন পার্টটাই জব নিয়ে। সুপার শপগুলোতে দুই ধরনের কাজ হয়ে থাকে । এক. শপকে গুছিয়ে রাখা ও পণ্য বহন করা। দুই. গ্রাহক সেবা প্রদান করা আর তা হলো সুপারশপে থাকা পণ্যগুলো সম্পর্কে গ্রাহক বা ক্রেতাকে বোঝানো। আমাদের দেশে এই মুহূর্তে প্রায় ৩০টির মতো চেইনশপ রয়েছে। সারা দেশে এই চেইনশপগুলোর ২৫০টির বেশি আউটলেট রয়েছে আর এতে কাজ করছে প্রায় ১৫ হাজার কর্মী। এরা প্রায় সবাই পার্টটাইম জব করেন তবে এসব স্টোরে ৫ থেকে ৮ ঘণ্টা কাজ করার সময় নির্ধারিত থাকে।

কল সেন্টার

দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোসহ বিদেশি আউটসোর্সিংনির্ভর ফর্মগুলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কল সেন্টারের মাধ্যমে বেশকিছু পার্ট টাইম জবের চাকরির সুযোগ করে দিয়েছে। কল সেন্টারে শিক্ষার্থীরাই বেশি কাজ করছেন। এ ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন স্মার্ট ব্যক্তিত্ব, ইংরেজি জানা, প্রমিত উচ্চারণ, ভালো কণ্ঠ ও যোগাযোগে দক্ষ শিক্ষার্থীরা।

ইভেন্ট ম্যানেজমেন্ট

বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের প্রমোশন, ক্যাম্পেইন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট-এর সহায়তা নিয়ে থাকে। তাদের সহায়তা করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো স্মার্ট তরুণ তরুণীদের চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। এই কাজের ধরণ হচ্ছে—দিন, সপ্তাহ কিংবা মাসব্যপী হয় এই অনুষ্ঠানগুলো। এজন্যই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তাদের কর্মীদেরকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে থাকে।

বিজ্ঞাপনী সংস্থা

যথার্থই মার্ক টোয়েন বলেছিলেন, বহু ছোট জিনিস বড় করে তোলা যায় শুধু বিজ্ঞাপনের দ্বারা। বর্তমানে বিজ্ঞাণ নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলো বেশ ভালোই সময় কাটাচ্ছেন। আমাদের দেশে বিজ্ঞাপন নিয়ে কাজ করে এমন সংস্থার সংখ্যাও অনেক। যারা এখনো এই কাজের সাথে যুক্ত হননি তারা পার্ট টাইম জব নিয়ে অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন।

বিজ্ঞাপন সংস্থাগুলো স্মার্ট, পজিটিভ ও সৃষ্টিশীল তরুণ-তরুণীদের পছন্দ করে। বিজ্ঞাপনের ক্ষেত্রে বাংলাদেশে উজ্জ্বল ভবিষ্যত্ গড়া সম্ভব। পড়ালেখার পাশাপাশি সৃজনশীল যেকোনো শিক্ষার্থী বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে পারেন।

ফ্যাশন হাউস

ক্রেতাকে সহায়তা, সঠিক পণ্যটি বাছাই ও কিনতে ফ্যাশন হাউসগুলোয় বিক্রয় সহযোগী থাকে। তাদের ৮০ শতাংশই ছাত্র-ছাত্রী। শুধু নিজের প্রতি আত্মবিশ্বাস আর ভাষার দক্ষতা থাকলেই ওই সেক্টরে পার্ট টাইম জব করা যায়। ফ্যাশন হাউসগুলোই প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেবে।

– মিজানুর রহমান



For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ  লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

এ সময়ের চ্যালেঞ্জিং পেশা মার্কেটিং

 বাজারে আসছে নতুন নতুন বাহারি পণ্য। আসছে দেশি ও বিদেশি কোম্পানি। সময়ের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে হরেক রকম পণ্য, যা বাজারজাত করতে দরকার ক্রেতা আকৃষ্ট করার মতো উদ্যমী, মেধাবী, চৌকস, স্মার্ট, বিপণন কাজে আগ্রহী পরিশ্রমী কর্মী।

এ সময়ের চ্যালেঞ্জিং পেশা মার্কেটিং


মার্কেটিং পেশায় নিজেকে উপস্থাপন করতে হয় একটু ভিন্ন আঙ্গিকে। ক্রেতা আকৃষ্ট করার চিন্তা মাথায় রাখতে হয় সবসময়। পাশাপাশি ক্রেতার বিশ্বাস এবং আস্থাভাজন হওয়া এ পেশার অন্যতম মৌলিক চাহিদা। ক্রেতার পরিতৃপ্তির মধ্যেই এ পেশার আনন্দ। মার্কেটিং কাজটি করতে হয় একটি মার্কেটিং প্লানের মাধ্যমে, যা শুরু হয় একটি লক্ষ্যস্থির করে। পরে কোম্পানির প্রয়োজন হয় কীভাবে এ লক্ষ্য অর্জিত হবে, তা নির্ধারণ করা বা মার্কেটিং কৌশল নির্ধারণ করা।

আজকাল সব প্রতিষ্ঠানেই চৌকস, মেধাবী, দূরদৃষ্টিসম্পন্ন বিপণন নির্বাহী বা মার্কেটিং কর্মকর্তা দরকার। পণ্যের পাশাপাশি সেবাও আজকাল মার্কেটিংয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবা থেকে শুরু করে বিমানের যাত্রী সেবা, সেলুন ও বিউটি পার্লারের সেবাÑ সবই মার্কেটিং করতে হয়। তাছাড়া যুগটা অর্থনীতির, একই সঙ্গে বিশ্বায়নের। চলমান সময় সবকিছুই পণ্য, এমনকি মানবিক সেবাও। তৈরি হচ্ছে নতুন ভোগ্যপণ্য, আবির্ভাব হচ্ছে সেবা পণ্যের। সুতরাং ভবিষ্যতে মার্কেটিংয়েই সর্বাধিকসংখ্যক লোক কাজ করবে, যা বর্তমানেও করছে।

মার্কেটিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পদ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ, ব্র্যান্ড ম্যানেজার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, অ্যাডভার্টাইজিং ম্যানেজার, মিডিয়া ডিরেক্টর, মিডিয়া বায়ার, মার্কেটিং অ্যানালিস্ট, মার্কেটিং রিসার্চ ম্যানেজার, মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি।

এ পেশায় আসতে হলে শিক্ষাগত যোগ্যতা কোম্পানিভেদে ভিন্ন ভিন্ন হয়। কেউ হয়তো এমবিএ ডিগ্রিধারী প্রার্থী চায়, কেউ হয়তো বিবিএ ডিগ্রিধারীতেই সন্তুষ্ট। তবে শিক্ষাগত যোগ্যতা যাই চাওয়া হোক না কেন, অভিজ্ঞদের সবসময়ই অগ্রাধিকার দেয়া হয়। পাশাপাশি একজন মার্কেটিং কর্মকর্তাকে কিছু আবশ্যক গুণের অধিকারী হতে হয়। যেমন সততা, নিয়মানুবর্তিতা, সহজ ও নিখুঁত বাচন ও অঙ্গভঙ্গি, পরিপাটি পোশাক-পরিচ্ছদ, সৃজনশীল, সূক্ষ্ম বিশ্লেষণী ক্ষমতা, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, পরমতসহিষ্ণুতা, উন্নত যোগাযোগ দক্ষতা প্রভৃতি। মার্কেটিং পেশার বেতন-কাঠামো পদভেদে ১০ হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত রয়েছে।

দেশে মার্কেটিং পেশাটি একই সঙ্গে জনপ্রিয়, সম্ভাবনাময় ও স্বাচ্ছন্দ্যময়। চুল কাটানোর সেলুন থেকে হাসপাতালসহ অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেই মার্কেটিং পেশাজীবীদের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এ ব্যাপারে আপনার কিছু দক্ষতা অর্জন করতে হবে। সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হলো আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে, ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। তথ্যপ্রযুক্তির এ যুগে কম্পিউটারও জানা থাকতে হবে।

মার্কেটিংয়ে নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়, সেটা হলো নিয়োগ পরীক্ষা। এ পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি থাকা প্রয়োজন। পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে ভাইভার জন্য ডাকা হবে। ভাইভার পারফরম্যান্স সন্তোষজনক হলে বদলে যাবে আপনার জীবনের গতিপথ। মার্কেটিংয়ে পদ যাই হোক না কেন, আপনাকে উন্নতি করতে হলে পরিশ্রম করতে হবে। প্রয়োজনে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে।

আপনার কাজটা যেমন নিম্নবিত্তদের সঙ্গে, তেমনি উচ্চবিত্তদের সঙ্গেও। তাই সবার সঙ্গে সহজেই মেশার মানসিকতা থাকতে হবে। মার্কেটিংয়ে গতানুগতিক ধারার বাইরে সহজ ও সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন। কারণ এক্ষেত্রে পণ্যের গুণাগুণের চেয়ে আপনার গুণাগুণটাই প্রাধান্য পায়। আপনার উপস্থাপন নিখুঁত হলে অনেক ক্রেতা আপনার ব্যক্তিত্বে আকৃষ্ট হয়েও পণ্য ক্রয় করতে পারে। তাই একজন জনপ্রিয় মার্কেটিং অফিসার হওয়ার আগে নিজেকে একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তোলা আবশ্যক। এত গেল ব্যক্তিত্বের কথা। কিন্তু এটার পরে নিজেকে মার্কেটিং অফিসার হিসেবে গড়ে তুলতে চাইলে আরও বেশকিছু নিয়মের প্রতি আপনাকে লক্ষ রাখতে হবে।

আপনার আচরণ ও কথা কারও মনে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, এমন কোনো কাজ কখনও করবেন না। তার পরিবর্তে আপনার অতীত কাজের স্যাম্পলসহ সংক্ষিপ্ত ও মনোমুগ্ধকর পরিচিতিমূলক একটি চিঠি পাঠান। এছাড়া ইমেইল বা ফোন কল দ্বারাও যোগাযোগ করতে থাকুন।

ট্রেড শো থেকে শুরু করে সেমিনার, ইন্ডাস্ট্রি ফোরাম, যেখানে সম্ভাব্য ক্রেতারা উপস্থিত থাকেন, সেখানে যতটা সম্ভব উপস্থিত থাকুন। নতুন সুযোগ খোঁজার চেয়ে বিদ্যমান সুযোগই আপনার জন্য অধিক কাজ এনে দেবে। সেজন্য পরিচিতি ও নেটওয়ার্ক বৃদ্ধি করুন।

ইমেইল ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই সব ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করে আপনার কাজগুলো শেয়ার করতে পারেন। অনলাইন মার্কেটিং ব্যবসায়ের ক্ষেত্রে বেশ ভালো ফল দেয়। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা প্রদর্শনের প্রথম ধাপ হলো মানসম্পন্ন ওয়েবসাইট তৈরি করা। এছাড়া ওয়েবসাইট তৈরির পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটি সবার বিশ্বাসযোগ্যতা তৈরি করে।

বাড়ি থেকে নিজের বিজনেস কার্ড ছাড়া কখনও বের হবেন না। কারণ আপনি কখনই জানবেন না, কার কখন আপনার সার্ভিস প্রয়োজন হবে। সুনির্দিষ্ট কিছু করতে চাইলে আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন একটি কার্ড সবসময় সঙ্গে রাখুন এবং প্রয়োজন অনুযায়ী যথাস্থানে একে কাজে লাগান। এ কার্ডটিই অন্যদের চেয়ে আপনাকে আলাদাভাবে চিনতে সহায়তা করবে। গ্রিটিং কার্ডের পরিবর্তে ক্লায়েন্টদের সুন্দর ডিজাইনের ক্যালেন্ডার গিফট করুন, যাতে আপনার নাম ও ঠিকানা থাকবে। আপনি ডিজাইনার বা ফটোগ্রাফার হলে এতে অরিজিনাল আর্টযুক্ত করে আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারেন।
এভাবেই একসময় আপনি নিজ গুণের বলে মার্কেটিং এক্সিকিউটিভ থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার কিংবা মার্কেটিং ম্যানেজার পদে পদোন্নতি পেতে পারেন।

পরিশেষে বলতে চাই, আপনি যে পণ্যের মাকেটিং করবেন, সে পণ্য সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জেনে নিন। আপনার ব্যক্তিত্বের পাশাপাশি পণ্যটি ভোক্তার কতটা দরকারি, সে বিষয়গুলো পরিষ্কার করে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করুন। ক্রেতা উপকৃত হলে আপনিও সমৃদ্ধ হবেন।


For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ  লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

মার্কেটিং এর কয়েকটি কৌশল যা ব্যবসার ক্ষেত্রে সবার জানা প্রয়োজন ?

 নতুন ব্যবসায়িদের জন্য খুবই সাবলীল এবং সুন্দর একটা প্রশ্ন । আমি বরং প্রশ্নটাকে এভাবে বলি ব্যবসায়ে আগ্রহী সকল মানুষের জানা প্রয়োজন এমন কিছু ব্যবসায়িক কৌশল ? ধরে নিচ্ছি যারা লেখাটা পড়বেন বা যাদের এই ব্যপারটা জানা প্রয়োজন সবাই বিজনেস ব্যাকগ্রাউন্ডের না । সুতরাং লেখাটা যেন সবাই বুঝতে পারে সেরকম সহজ করে তৈরি করার চেষ্টা থাকবে ।

মার্কেটিং এর কয়েকটি কৌশল যা ব্যবসার ক্ষেত্রে সবার জানা প্রয়োজন ?


* ব্যবসার জন্য চাই প্রথমে একটি সঠিক পরিকল্পনা।
 
* যেকোন ব্যবসা শুরু অথবা মাকেটিং এর সিদ্ধান্ত নেয়ার আগে আপনি কাদের কাছে আপনার পণ্য বিক্রয় বা সেবা পৌছাতে চান তা র্নিধারণ করতে হবে অর্থাৎ মার্কেটিং এর ভাষায় যাকে টার্গেটিং বলে তা ঠিক করতে হবে । সুতরাং টার্গেট মার্কেট (যাদের কাছে আপনি আপনার পণ্য বিক্রয় করতে চান) তাদেরকে মাথায় রেখে সম্পূর্ণ ব্যপারটাকে গুছাতে হবে । অ্যাডভারটাইজিং, প্রমোশন , ডিস্ট্রিবিউশন, কমিউনিকেশনসহ সকল সিদ্ধান্ত আপনার টার্গেট মার্কেটকে কেন্দ্র করে হবে ।
 
মনে করুন, আপনি বোয়িং এর মতো একটা বিমান বিক্রেতা কোম্পানির মার্কেটিং ম্যানেজার । আপনাকে নতুন মডেলের একটা বিমানের বিজ্ঞাপণের জন্য সিদ্ধান্ত নিতে বলা হলো । আপনি তেমন কোন চিন্তা ভাবনা না করে পৃথিবীর সকল দামি দামি টিভি চ্যানেলে মোশন বিজ্ঞাপণ দেয়া শুরু করলেন। একটু খেয়াল করেন তো আপনার বিজ্ঞাপণ খরচটা কি ঠিক জায়গায় হয়েছে ? আপনি কিন্তু আপনার বিজ্ঞাপণের খরচ যারা টিভি দেখে সবার জন্য করছেন । কিন্তু এই এতো মানুষের মধ্যে বোয়িং এর বিমান কিনতে পারে এমন লোক কত? অবশ্যই হাতে গোনা কয়েকজন থেকে কয়েক শ । তাহলে আপনি সবার জন্য বিজ্ঞাপণের খরচ কেন করবেন? সবাই তো আর বিমান কেনার মতো না,তাই নয় কি ? সুতরাং এই ক্ষেত্রে আপনি টিভিতে বিজ্ঞাপণ না দিয়ে এভিয়েশন বিজনেস করে এমন কোন ফোরামে সরাসরি বিভিন্ন পন্থায় বিজ্ঞাপণ দিতে পারেন ।
 
* মার্কেটিং এর ক্ষেত্রে পণ্যের মূল্য নির্ধারন বা প্রাইসিং খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্বান্ত । শুধুমাত্র প্রাইসিং ভুল হওয়ার কারণে আপনার ব্যবসা বিন্দাবনের পথে যাত্রা করতে পারে । ধরুন আপনি ঢাকার খুবই ধনী এলাকা গুলশানের একটা ফ্যাশন আউটলেট খোললেন এবং সেখানকার সকল পোশাকের দাম মাঝারি বা কম করে নির্ধারণ করে রাখলেন । আপনার পণ্যের গুনগতমান ভালো হলেও আপনার টার্গেট মার্কেট/কাস্টমার আপনার পণ্য সম্পর্কে খুব একটা ভালো ধারণা পোষন করবে না । কারন এসব এলাকার বেশীরভাগ মানুষই মনে করে পণ্যের মানের সাথে পণ্যের দামের একটা পজিটিভ কোরিলেশন রয়েছে । মানে ভালো পণ্য মানেই চড়া দাম । আর তাছাড়া দাম দেয়ার মতো যথেষ্ট পয়সাও তাদের পকেটে রয়েছে । ঠিক একইভাবে, আপনি বেশীরভাগ মানুষের ক্রয়ক্ষমতা কম এমন জায়গায় দোকান দিয়ে চড়া দাম হাকিয়ে বসে থাকলেও আপনার পণ্য বিক্রী হবে না । প্রাইসিং একিওরেট হওয়ার জন্য যথেষ্ট গবেষণা করতে হবে।যার কোন বিকল্প নাই আমার জানা মতে।
 
* মনে রাখতে হবে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্যা লাস্ট ইম্প্রেশন । আমার জন্মের পর থেকে এখন অব্দি আমি আমার বাবাকে একই মুদির দোকান থেকে বাজার সদাই করতে দেখছি । সুতরাং নতুন কাস্টমারকে এমনভাবে সেবা দিতে হবে যেন সে আপনার উপর সারাজীবনের জন্য আস্থা ধরে রাখতে পারে । প্রথমবার সর্বোচ্চ বা তাকে খুশি করার মতো সেবা দিতে না পারলে পরবর্তীতে সে আপনার কাছ থেকে ঠেকায় না পড়লে পণ্য ক্রয় করতে আসবে না। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এই ব্যাপারে খেয়াল রাখা একান্ত প্রয়োজন বেশি । প্রথমবার যাওয়ার পর যে রেস্টুরেন্টের খাবার অথবা সেবা আমার পছন্দ হয় না সেই জায়গায় আমাকে আপনি জোর জবরদস্তি করেও নিতে পারবেন না। আমি দ্বিতীয় বার সেখানে সহজে যাই না।আপনি কি করেন??
 
* মোড়কের চাকচিক্য অথবা বাহারি বিজ্ঞাপণ দিয়ে আপনি প্রথমবারের মতো কাস্টমারকে পণ্য কেনার জন্য উদ্বুদ্ব করতে পারবেন ঠিকই কিন্তু মোড়কের ভিতরের মাল খারাপ হলে দ্বিতীয়বার কেন আর কখনোই আপনি আপনার কাস্টমারকে একই পণ্য কেনার ব্যাপারে আগ্রহী করতে পারেন কিনা সন্দেহ রয়েছে। অনলাইন ব্যবসা হলে সহজেই ফি নেগেটিভ রিভিয় পাবেন । যা দেখে আপনার কাস্টমার কমবে। ক্ষতি কিন্তু আপনার ই হবে।
 
* নতুন কাস্টমার তৈরি করার চেয়ে পুরাতন কাস্টমার ধরে রাখাতে বেশী গুরুত্ব দিতে হবে। এটি ব্যবসার জন্য ভালো একটি দিক।
 
* পণ্য প্রচারের সকল হাতিয়ারের মধ্যে বিজ্ঞাপণকে সবার শেষে ব্যবহার করুন । বিজ্ঞাপণে খরচ বেশী হয় কিন্তু রিটার্ন (বিজ্ঞাপণ থেকে প্রাপ্য ফল) দেরীতে আসে।নিজের পরিচিতি বাড়ান।
 
* বেস্ট কোয়ালিটি প্রডাক্টের সাথে বেস্ট কোয়ালিটি মার্কেটিং গ্রহণ করুন । ব্যবসা রকেটের গতিতে ছুটবে । বেস্ট কোয়ালিটি প্রডাক্টের সাথে পুওর কোয়ালিটি মার্কেটিং করলেও ব্যবসাটা চলে যাবে কোনমতে কিন্তু পুওর কোয়ালিটি প্রডাক্টের সাথে বেস্ট কোয়ালিটি মার্কেটিং করলে বাড়ি ঘর বিক্রি করে পথে বসতে হবে ।
 
* আপনার কোম্পানির সবচেয়ে প্রতিভাবান লোকটাকে সেলসে রাখুন। একজন সেলসম্যানই সব। কাস্টমারদের কাছে সে ই প্রডাক্ট, সে ই ব্র্যান্ড আবার সে ই কোম্পানি।
 
* যেকোন নতুন পণ্য অথবা আইডিয়া নিয়ে আপনি বাজারে প্রথম কোম্পানি হলে কয়েকটা বছর দেদারসে কোপাতে পারবেন । ফার্স্ট মুভাররাই রাজত্ব করতে পারে সাধারণত ।
 
*মনে রাখতে হবে, আপনার ২০ ভাগ কাস্টমার আপনার মোট লাভের ৮০ ভাগ প্রদান করে থাকে। খুজে খুজে ঐ ২০ ভাগ কাস্টমারকে বের করুন । তাদের সর্বোচ্চ সেবা দিন। ব্যক্তিগতভাবে তাদের খাতির করেন ।মেয়ের বিয়ে থেকে শুরু করে নিজের ছেলের সুন্মতে খৎনাসহ সকল জায়গায় তাদের দাওয়াত দেন ।
 
তারা যেন আপনার প্রতিযোগী ব্যবসা অথবা ব্যবসায়ীদের কথা কল্পনাতেও না আনে তার জন্য যা করা দরকার সবটাই করুন।


For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ  লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা বাড়ানোর কৌশল

 আজকাল আমরা একটি শব্দ শুনে থাকি আর তা হচ্ছে “ডিজিটাল মার্কেটিং” প্রথমেই আমদের জানা দরকার এই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি। সরল ভাষায়, ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মিডিয়ার এক বা একাধিক ফর্ম মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচার করা কে বুঝায়। টিভি,রেডিও,মোবাইল এবং ইন্টারনেট – এ সকল মাধ্যমে আমরা “ডিজিটাল মার্কেটিং” করে থাকি। ডিজিটাল মিডিয়া বলতে আমরা প্রথানত ই-মেইল, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট ও সামাজিক মিডিয়া কে বুঝায়। যদিও টিভি ও রেডিও ডিজিটাল মিডিয়া খুবই জনপ্রিয় মাধ্যম।

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা বাড়ানোর কৌশল


কোম্পানীর পণ্যের প্রসারের জন্য আমরা বিভিন্নভাবে মার্কেটিং করি যেমনঃ লিফলেট, পোস্টার ইত্যাদি। বর্তমানে ডিজিটাল যুগ। ডিজিটাল মার্কেটিংয়ে সবচাইতে বেশি মানুষের কাছে পণ্যের প্রচার করা যায় এবং ডিজিটাল মার্কেটিংয়েই সবচাইতে বেশি ব্যবসায়িক সফলতা পাওয়া যায়। আজকে ডিজিটাল মার্কেটিংয়ে কিছু কৌশল নিয়ে এখানে আলোচনা করব –

ব্যবসার ডিজিটাল ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহারের জন্য ওয়েবসাইট তৈরি করুনঃ

যদি আপনি আপনার ব্রান্ডের প্রসার চান, তাহলে প্রথম কাজ হিসেবে একটি ওয়েবসাইট তৈরি করুন, যেখানে আপনার ব্যবসার সকল তথ্য পাওয়া যাবে।

এক্ষেত্রে প্রয়োজনীয় কৌশল

– আপনার ব্যবসার পরিচিতির জন্য ‍ওয়েবসাইট তৈরি করুন। এমনভাবে ওয়েবসাইটটি তৈরি করুন যেন প্রফেসনাল লুক থাকে।
– ভিজিটরদের জন্য সহজভাবে ব্যবহার উপযোগী ওয়েবসাইট তৈরি করতে হবে।
– নিয়মিত সঠিক তথ্য দিয়ে ওয়েবসাইটটি সবসময় আপ-ডু-ডেট রাখুন।
– কোম্পানীর কাজের মান অনুযায়ী ডিজাইন সুন্দর করুন।
– এমনভাবে ওয়েবসাইটের কনটেন্ট তৈরি করুন যাতে ক্লায়েন্ট আপনার পণ্যের ব্যপারে আকর্ষণবোধ করে।
– প্রতিটি পেজে “call to action” যুক্ত করুন যাতে আপনার ভিজিটরকে পণ্যটি কিনতে কিংবা কিনার ব্যপারে যোগাযোগ করতে উৎসাহবোধ করে।

– ওয়েবসাইটে ভিজিটর ট্রেকিং করার জন্য যেকোন টুলস যেমনঃ গুগল এ্যানালিটিকস ব্যবহার করুন যাতে ভিজিটরদের গতিবিধি লক্ষ্য করা যায়।
– ওয়েবসাইট তৈরিতে এমন টেকনোলজী ব্যবহার করুন যাতে তা ভিজিটর এবং সার্চইঞ্জিন উভয়ের জন্য উপযোগী হয়।

সোশ্যাল মিডিয়া সাইটের ব্যবহারঃ

বর্তমানযুগে ব্যবসার প্রসারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা বলে শেষ করা যাবেনা। আপনার ব্যবসায়িক পণ্যের প্রচারের জন্য এর চাইতে ভাল জায়গা, এখনও নাই।

এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কৌশল

– একটি এ্যাক্টিভ কমিউনিটি তৈরিতে নজর দিনঃ এমনভাবে একটি কমিউনটি তৈরি করুন যেখানে সকল মেম্বার এ্যাক্টিভ থাকবে। ফেসবুকে কমিউনিটি তৈরি করার জন্য গ্রুপ কিংবা পেজ তৈরি করুন। এমনি করে টুইটার, গুগল প্লাস কিংবা লিংকেডিনে কমিউনিটি তৈরি করুন।
– সকল সোশ্যাল মিডিয়াতে সক্রিয়ভাবে নিয়মিত অংশগ্রহণের জন্য ম্যানেজমেন্টটুলস (HootSuite, TweetDeck) ব্যবহার করুন যা আপনার সময়কে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভাল ফলাফল বের করতে সাহায্য করবে।
– আপনার টার্গেটকৃত ক্রেতাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন আলোচনাতে অংশগ্রহন করুন।
– কাউকে ইমেইল পাঠানোর ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার পেজ কিংবা গ্রুপের লিংকগুলো সিগনেচার হিসেবে ব্যবহার করুন।
– আপনার নিজের ওয়েবসাইটে কিংবা কোন ব্লগে পোস্ট দেয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার লাইক বাটন যুক্ত করুন।

ব্লগিং আধুনিক মার্কেটিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাধ্যমঃ

ডিজিটালভাবে উপস্থিতি ও ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বর্তমানে ব্লগিং অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। মানুষের কাছে আপনার পণ্যের তথ্য পৌছে দেয়ার জন্য ব্লগ সব চাইতে কার্যকরী।

এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কৌশল

– আপনি যদি ব্লগিংয়ে নতুন হন, তাহলে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে এ সম্পর্কিত অনেক উপকারী তথ্য পাবেন। সেগুলো পড়ে জেনে নিন কিভাবে আপনার ব্লগ সাজাবেন?
– এবার আপনার ব্লগকে যেকোন একটি বিষয়ের উপর এমনভাবে তৈরি করুন যাতে যেকোন ভিজিটর সে সম্পর্কিত যেকোন গুরুত্বপূর্ণ তথ্য পায়।
– গেস্ট ব্লগিং করলে সবচাইতে বেশি বেনিফিটেড হবেন। এগুলোতে সবসময় কিছু নির্দিষ্ট পাঠক থাকে। টেকটিউনস একটি গেস্ট ব্লগিং সাইট।
– ব্লগের প্রতিটা নতুন পোস্টের পাবলিশের পর সেটা সাথে সাথে বিখ্যাত সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করুন।
– এমনভাবে ব্লগের পোস্টগুলো তৈরি করুন যেন সেটা পণ্যের মার্কেটিং সম্পর্কিত কোন কিছু মনে না হয়। ক্লায়েন্টের জন্য উপকারী, তথ্যবহুল পোস্ট হতে হবে।
– নিয়মিত পোস্ট দিতে হবে। সেটা একটা রুটিন অনুযায়ী করলে ভাল হয়ে। যেমন, ৩দিন পর, ১ সপ্তাহ পর। তাহলে নিয়মিত ভিজিটর আসবে নতুন কিছু পাবার আশায়।
– সম্ভব হলে নিয়মিত কিছু অফার দিন যাতে আপনার ব্লগটি জমজমাট থাকে।

এসইও করুনঃ

আজকের প্রতিযোগিতার বাজারে পণ্যের মার্কেটিংয়ের ক্ষেত্রে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। এসইওর মাধ্যমে আপনার পণ্যকে গুগল সার্চের সবচাইতে উপরে নিয়ে আসবেন, তাহলে আপনার পণ্যের বিক্রিও বৃদ্ধি পাবে কারন বর্তমানে মানুষ কোন পণ্য কেণার আগে গুগল থেকে সার্চ দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কৌশল

– অনলাইনে আপনার কনটেন্ট, যেকোন পোস্ট কিংবা ফোরাম ডিসকাশনে যেন আপনার টার্গেটেড কিওয়ার্ডের উপস্থিতি থাকে যেন খুব সহজে আপনার টার্গেটেড পাঠক আপনাকে খুজে পেতে পারে।
– কখনও ডুপ্লিকেট কনটেন্ট ব্যবহার করা উচিতনা। এটা এসইওর ক্ষেত্রে খুবই ক্ষতিকর হবে।
– ওয়েবসাইটে টাইটেল ট্যাগ, মেটা ট্যাগের ব্যবহার করুন। এটা এসইও ক্ষেত্রে আপনাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।
– আপনার ব্লগের সাথে আপনার পণ্যের ওয়েবসাইটের একটি সংযোগ তৈরি করুন।
– গুগলের নিয়মিত নতুন আপডেট সম্পর্কে সচেতন থাকুন, নিজেকে সেভাবে প্রস্তুত করুন।

টার্গেটকৃত ক্রেতা পাওয়ার জন্য ইমেইল মার্কেটিং করুনঃ

ইমেইল মার্কেটিং হল আপনার ক্রেতাদের কাছে আপনার পণ্যের তথ্য পৌছানোর সবচাইতে কার্যকরী পদ্ধতি।

এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কৌশল

– বিভিন্ন দেশের বিভিন্ন বয়সের কিংবা বিভিন্ন ক্যাটাগরির মানুষের মেইল এড্রেস জোগার করুন।
– যে পণ্যের মার্কেটিং করতে চান, সেটি নিয়ে ভালভাবে গবেষণা করুন।
– অন্য কোম্পানীর একই পণ্যকে নিয়ে ও তাদের মার্কেটিং কৌশল নিয়ে গবেষণা করুন।
– সবচাইতে সহজভাবে আপনার পণ্যের গুণ বর্ণনা করুন আপনার মেইলে।

এছাড়া আরও কিছু কৌশল আছে যা সংক্ষেপে আলোচনা করা হলঃ

১। সমস্যা খুঁজে বের করতে হবে এবং কাজের লক্ষ্য স্থির করতে হবে
একটি প্রতিষ্ঠান মার্কেটিং এর সময় কি কি বিষয় নিয়ে কাজ করতে চায় এবং কি কি সমস্যা ধরা পড়ছে তা নিয়ে আগে থেকেই পরিকল্পনা করতে হবে। প্রত্যেকটি মার্কেটিং প্রক্রিয়ায় কিভাবে সফলতা আসবে আগে থেকেই সেটা ধারণা করে নিতে হবে।

২। নজর দেয়া যেতে পারে ভিডিও মার্কেটিং-এর দিকে
বাংলাদেশে এখন ইন্টারনেট স্পিডও বেড়ে গেছে। সেই সাথে হাতের কাছের ডিভাইস থেকে ভিডিও দেখার সুযোগও বেড়ে যাচ্ছে। তাই ইউটিউব বা ফেসবুকে ভিডিও শেয়ার করা হলে সেটি মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে যাওয়ার সুযোগ থাকছে। প্রতিদিন ইউটিউবে ৪ বিলিয়ন ভিডিও দেখা হয় ইউটিউবে। তাই নতুন নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে ভিডিও মার্কেটিং এর জুড়ি নেই। কারণ ভিডিও যদি সুন্দর হয় সেটি অনেকেই শেয়ার করবে। এতে করে আরও বেশী মানুষের কাছে নিজেদের প্রতিষ্ঠানের নামকে পরিচিত করার সুযোগ থাকছে।

৩। ডিজিটাল মিডিয়া মার্কেটিং-এ সঠিক ব্যবস্থাপনা
প্রত্যেকদিন নির্দিষ্ট সময় পর পর মাল্টিমিডিয়া কন্টেন্ট গুলোকে আপডেট করা উচিৎ। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্ট করা ক্ষেত্রে অটোমেটিক প্রক্রিয়া ব্যবহার করা উচিৎ।

৪। মার্কেটিং এর বিষয় খেয়াল রাখতে হবে
একেকটি পণ্যের মার্কেটিং করার প্রক্রিয়া একেক রকম হওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় কোন একটি বিজ্ঞাপনের ছবিতে মানুষের মুখ ব্যবহার করা হলে আরও বেশী আকর্ষণীয় হওয়ার উপায় থাকে।

উপরোক্ত তথ্য বিশ্লেষণ করলে আমরা খুব সহজে বুঝতে পারি ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব। কোন পণ্য বা সেবার তথ্য আমরা খুব সহজেই আমাদের নির্ধারিত গ্রাহককে খুব সহজে জানাতে পারি কেবল ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এসইও, সোশ্যাল মিডিয়া এবং ব্লগিং, সাথে সম্ভব হলে ইমেইল মার্কেটিং এ কয়েকটি কাজ নিয়মিত করার মাধ্যমে আপনার পণ্যের দ্রুত প্রসার সম্ভব। এগুলো নিয়মিত করা শুরু করলেই ধীরে ধীরে আপনি এগুলো থেকে আরও ভাল ফলাফল বের করতে পারবেন, আরও ভালভাবে আপনার টার্গেটেড ক্লায়েন্টকে আকর্ষিত করতে পারবেন।


For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ  লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

বিনা পুঁজিতে হয়ে যান অনলাইন উদ্যোক্তা

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন, "আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানর কলা বেছে নেবে কারণ বানর জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।


প্রকৃতপক্ষে, আপনি যদি লোকেদের কাছে চাকুরি এবং ব্যবসা অফার করেন তবে তারা চাকুরি বেছে নেবে কারণ বেশিরভাগ লোকই বিশ্বাস করতে পারে না যে একটি ব্যবসায় বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারা যাবে।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে এবং তারা স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা।

মজুরির চেয়ে লাভ ভালো কারণ মজুরি আপনাকে সহায়তা করতে পারে, কিন্তু লাভ আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।

তাই আসুন চাকরি থাকুক সাময়িক প্রয়োজনের জন্য, কিন্তু জীবনের সকল সপ্নগুলোকে বাস্তবায়নের জন্য পার্ট-টাইম হলেও কোন ব্যাবসা শুরু করি।

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এটাও বলেছিলেন, " যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"

কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে ।

কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমর কাছ থেকে কত টাকা আয় করলো ? "

বরং এটা কখনো ভাববে না যে, "ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? "

আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছে বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না ।

এরপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন । হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখেবন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব , কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন । শুধু সেই অপিরিচিত মানুষগুলোই নেই ।

এসো স্বপ্ন নয়...  সেবার মাধ্যমে লক্ষ্যে বিজয়।

➡️ আপনি কি বেকার?
➡️ চাকরি হারিয়ে চিন্তিত?
➡️ পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজছেন?
➡️ না-কি শুরু করতে চান নিজের বিজনেস?
➡️ না-কি বিদেশে থেকে দেশে বিজনেস করতে চান?

সমাহার ডট নেট  দিচ্ছে দেশে-বিদেশে রিসেলার হওয়ার সুযোগ। আজই আমাদের সাথে যোগদান করে হয়ে যান ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে গঠিত বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিষ্ঠানের গর্বিত রিসেলার।

সেমিনারে সরাসরি বা জুম অথবা গুগল মিটে অংশগ্রহণ করে জেনে নিন!  #রিসেলার হওয়ার সুযোগ সুবিধা সমূহ -

For You, With You, For Ever….

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

➡ অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
➡ নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
➡ আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
➡ আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…
➡ এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

➡ আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

⌂ প্রধান কার্যালয়ঃ লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০
মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net
SaMaHaR.Net
amarbusiness24.com

অ্যাফিলিয়েট মার্কেটিং – কী, কেন ও কিভাবে?

 


এই আর্টিকেলে আমরা যেসব বিষয়ে আলোচনা করব-

  • অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে প্রাথমিক ধারণা
  • AmarBusiness24 অ্যাফিলিয়েট প্রোগ্রামের পরিচিতি এবং সুবিধাসমূহ
  • ৩টি সহজ ধাপে AmarBusiness24 অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আয় করার বিস্তারিত
  • কিভাবে আগাবেন – অ্যাফিলিয়েট মার্কেটিং এর গাইডলাইন ও টিপস
  • অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে কিছু কমন জিজ্ঞাসা ও সেগুলোর উত্তর

Affiliate Marketing আসলে কী?

কোনো প্রোডাক্ট/সার্ভিস যদি আপনি আপনার পরিচিতদের কাছে প্রোমোট করেন, আর তারা আপনার কথা শুনে যদি সেই প্রোডাক্ট/সার্ভিস ক্রয় করে; তাহলে আপনি সেই প্রোডাক্ট/সার্ভিসের ক্রয়মূল্যের একটা নির্ধারিত অংশ কমিশন পাবেন। এটিই সহজ ভাষায় অ্যাফিলিয়েট মার্কেটিং! যত বেশি মানুষ আপনার কথা শুনে সেই প্রোডাক্ট/সার্ভিস ক্রয় করবে, আপনি তত বেশি কমিশন লাভ করবেন!

অ্যাফিলিয়েট মার্কেটিং এ তিনটি পক্ষ কাজ করে-

  • মার্চেন্ট –মার্চেন্ট মূলত পণ্য/সেবা তৈরি ও বিক্রি করে থাকে
  • কাস্টমার –তারা মার্চেন্টের সেই পণ্য/সেবা ক্রয় করে থাকে
  • অ্যাফিলিয়েট – তারা মার্চেন্টের তৈরিকৃত পণ্য/সেবা কাস্টমারের কাছে প্রোমোট করে এবং কাস্টমার সেই পণ্য/সেবা কিনলে অ্যাফিলিয়েটরা মার্চেন্টদের থেকে কিছু কমিশন লাভ করে

AmarBusiness24 এ আমরা প্রতিনিয়ত বিভিন্ন পণ্য বা সেবা সমূহ  সেল করি। আমাদের পাশাপাশি আমাদের সদস্যরা পণ্য বা সেবা সমূহ সেল  করে থাকেন এবং সেগুলো পরিচালনার দায়িত্বে থাকি আমরা Team AmarBusiness24. কাজেই টীম-AmarBusiness24 এখানে মার্চেন্ট, আর পণ্য বা সেবা সমূহ  ক্রয় করে যেসব সদস্যরা তারা কাস্টোমার। আর আমাদের অ্যাফিলিয়েটরা এই পণ্য বা সেবা সমূহ মানুষের কাছে পৌঁছে দেন যাতে বেশি বেশি মানুষ আমাদের পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারেন। আর অ্যাফিলিয়েটদের প্রোমোট করা পণ্য বা সেবা সমূহ  যখন কেউ ক্রয় করেন, তখন প্রতিটি পণ্য বা সেবা বিক্রয়মূল্য থেকে ৫-২০% পর্যন্ত কমিশন আমরা অ্যাফিলিয়েটদের দিয়ে থাকি! অর্থাৎ একজন কাস্টমার কোনো অ্যাফিলিয়েটের মাধ্যমে ১০০০ টাকার একটি পণ্য বা সেবা কিনলে সেই অ্যাফিলিয়েট পাবেন ৫০-২০০ টাকা!

 

এবার জানাবো AmarBusiness24র অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম কেনো এতো স্পেশাল..!

  • ২০এফিলিয়েট কমিশনঃবাংলাদেশে সবচেয়ে পপুলার অ্যাফিলিয়েট প্রোগ্রামের অন্যতম হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অ্যামাজনের প্রোগ্রামে অ্যাফিলিয়েটরা ৪% থেকে শুরু করে ১০% পর্যন্ত কমিশন পায়। দেশি বিভিন্ন ই-কমার্স ব্যবসায়ীরাও প্রতিটি প্রোডাক্টের ৫-৮% কমিশন দিয়ে থাকে অ্যাফিলিয়েটদের। সেখানে AmarBusiness24তে অ্যাফিলিয়েটরা পাচ্ছেন ৫-২০% কমিশন!
  • ৩০ দিনের কুকিপলিসিঃবুঝিয়ে বলছি- কোনো ভিজিটর আপনার দেয়া রেফারেল লিঙ্কে ক্লিক করে AmarBusiness24তে প্রবেশ করলে আমরা তার ব্রাউজারে একটি Cookie সেভ করে রাখি ৩০ দিনের জন্য। ৩০ দিনের মধ্যে সে কোনো পণ্য বা সেবা  কিনলে আমরা বুঝবো সেটি আপনার রেফারেন্সেই কেনা হয়েছে। অর্থাৎ আপনার লিঙ্কে ক্লিক করে AmarBusiness24তে আসার ৩০ দিন পরেও যদি কেউ কোনো পণ্য বা সেবা কিনে, তাহলে আপনি কমিশন পাবেন। যেখানে অ্যামাজনের ক্ষেত্রে এই সময়কাল মাত্র ১ দিন (২৪ ঘণ্টা!)।
  • পাক্ষিক কমিশনঃঅর্থাৎ প্রতি মাসে ২ বার আমরা কমিশন প্রদান করে থাকি!
  • সবচেয়ে বড় কথা– কোয়ালিটি অনুযায়ী আমাদের পণ্য বা সেবা সমূহ  বাংলাদেশের সবচেয়ে সেরা (এটা তো সবাই বলে :p )! আমাদের নিজস্ব পণ্য নেই কিন্তু সেবা নিজস্ব তবে আমরা প্রচন্ড কোয়ালিটি মেইনটেইন করেই পণ্য বা সেবা সমূহ সেল করি এবং করছি!

এছাড়া অন্যান্য আরও অনেক সুবিধা রয়েছে, সেগুলো দেখতে এখানে ক্লিক করুন!

তো আসলে কিভাবে এটি কাজ করে? কিভাবে বুঝবো কোন অ্যাফিলিয়েটের রেফারেন্সে Sale হলো? অ্যাফিলিয়েট হিসেবে আমার করণীয় কি আসলে ??

ধাপ  –  আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। করার পর আপনার একটি রেফারেন্স নম্বর থাকবে এবং সেই নম্বর দিয়ে বিভিন্ন রকম রেফারেল লিঙ্ক তৈরি করে দেয়া হবে। উদাহরন- https://amarbusiness24.com/affiliate_id=3 এখানে রেফারেন্স নম্বর হচ্ছে ৩। কাজেই কেউ এই লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গেলে আমরা বুঝে যাবো ৩ নম্বর অ্যাফিলিয়েট মার্কেটারের রেফারেন্সেই ভিজিটর ওয়েবসাইট ভিজিট করছেন। এই রেফারেল লিঙ্ক তথা CREATIVES গুলো টেক্সট, লিঙ্ক, ইমেজ ইত্যাদি বিভিন্ন ফরম্যাটের হতে পারে।

অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্টার করতে এই লিঙ্কে ক্লিক করুন

ধাপ  –  রেফারেল লিংক তো পাওয়া গেল; এবার তা মানুষের কাছে প্রচার করতে হবে। সাধারণত বেশিরভাগ প্রতিষ্ঠিত অ্যাফিলিয়েট মার্কেটারদের নিজস্ব অডিয়েন্স/ফ্যানবেইজ/ফলোয়ার থাকে। কোনো কোনো মার্কেটার হয়ত ব্লগিং করেন, কেউ হয়ত ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করেন, কেউ কেউ ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লিখালিখি করেন। প্রতিটি অ্যাফিলিয়েট মার্কেটারকেই কোনো না কোনো ভাবে এই অডিয়েন্স তৈরি করে নিতে হবে আস্তে আস্তে; বা মানুষের কাছে পৌঁছানোর কোনো না কোনো উপায় বের করতে হবে। এরপর সেই অডিয়েন্সের কাছে মার্চেন্টের প্রোডাক্ট (AmarBusiness24 এর পণ্য ও সেবা) প্রচার করতে হবে রেফারেল লিঙ্কের মাধ্যমে।

অলরেডি নিজের ফলোয়ার বা অডিয়েন্স না থাকলে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে না- এমনটি ভাববেন না। কোনো মার্কেটারই এই অডিয়েন্স রাতারাতি তৈরি করে ফেলতে পারেন না। সময়, শ্রম ও পরিকল্পনার প্রয়োজন রয়েছে। কাজেই অডিয়েন্স না থাকলে, বা নিজের ব্লগ বানানোর সাধ্য না থাকলেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে, পেইজে, টাইমলাইনে, ইউটিউব চ্যানেলে বা অন্য কারো ব্লগেও মার্কেটিং শুরু করতে পারেন।

ধাপ  – এবার ঘুমিয়ে পড়ুন! Passive Income বলতে যা বুঝায় আরকি- ঘুমের মধ্যেও ইনকাম করা! অডিয়েন্স তৈরি করা আর তাদের মাঝে AmarBusiness24 এর পণ্য ও সেবা সমূহ প্রোমোট করার পর আপনার প্রগ্রেস এবং ইনকাম পর্যবেক্ষণ করুন। AmarBusiness24র Affiliate Dashboard থেকে দেখা যাবে ঠিক কতজন মানুষ আপনার রেফারেন্সে ওয়েবসাইট ভিজিট করেছে, কতজন মানুষ কত টাকার পণ্য বা সেবা কিনেছে, তা থেকে কত টাকা আপনি কমিশন পেলেন!

আরও বেশি অডিয়েন্স বাড়ানোর দিকে মনযোগ দিন। আর তার জন্য আপনার চ্যানেল বা মিডিয়াগুলোয় আরও বেশি বেশি কনটেন্ট শেয়ার করুন এবং সেই কনটেন্টের মাঝেই AmarBusiness24এর পণ্য বা সেবা সমূহ প্রোমোট করুন। কনটেন্ট অনেক রকমের হতে পারে, নিচে এ নিয়ে কিছু আইডিয়া দেয়া হয়েছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং টিপস- কোথায় এবং কিভাবে প্রোমোট করবেন!

১। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় – একটি পেইজ খুলে ফেলতে পারেন। সেখানে নিয়মিতভাবে লিখালিখি করতে পারেন। পেইড এডভার্টাইজমেন্টও করতে পারেন সম্ভব হলে। নিজের টাইমলাইনেও লিখতে পারেন। বিভিন্ন পাবলিক গ্রুপেও লিখতে পারেন, প্রোমোট করতে পারেন। লিখতে পারেন, বা ভিডিও আপলোড করতে পারেন, বা ছবি আপলোড করতে পারেন!

২। ইউটিউব – একটি চ্যানেল খুলে সেখানে নিয়মিত ভিডিও আপলোড করুন। একটা নির্দিষ্ট ইনডাস্ট্রিতে থেকে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করুন, এমন ভিডিও তৈরি করুন যাতে মানুষের উপকারে আসে। ভিডিওতে বা ভিডিওর ডেসক্রিপশনে AmarBusiness24র কোর্স প্রোমোট করতে পারেন।

৩। পার্সোনাল ব্লগ/ওয়েবসাইট – সম্ভব হলে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি নিজের একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে সেখানেও লিখালিখি করতে পারেন। বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল পাবলিশ করুন এবং সেখানে আমাদের কোর্সগুলো প্রোমোট করুন। দরকারি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখুন, যেগুলো পড়ে মানুষের কাজে লাগে।

 ইমেইল মার্কেটিং – ব্লগ বা বিভিন্ন মাধ্যম থেকে মানুষের ইমেইল এড্রেস এবং সম্ভব হলে মোবাইল নম্বর সংগ্রহ করুন। এরপর বিভিন্ন সময়ে তাদের কাছে আমাদের কোর্সগুলো ইমেইল, এসএমএস এর মাধ্যমে প্রোমোট করুন। ইমেইল মার্কেটিং এর জন্য Mailchimp নামের এই অসাধারণ Free Tool টি ব্যবহার করতে পারেন।

কি ধরনের কনটেন্ট পাবলিশ করবেন?

খুব জোর দিয়ে বলে রাখি- অনেক অনেক ধরনের কনটেন্ট পাবলিশ করা যায়। গুগলে একটু ঘাটাঘাটি করে অনেক আইডিয়া পেয়ে যাবেন কনটেন্ট মার্কেটিং এর। এখানে জাস্ট কয়েকটা আইডিয়া উদাহরণ হিসেবে দেখাচ্ছি-

  • ছোট ছোট দরকারি বিষয়ের উপর How-to ধরনের টিউটোরিয়াল (ভিডিও বা আর্টিকেল) বানাতে পারেন
  • বিভিন্ন বিষয়ের Review লিখতে পারেন। আমাদের পণ্য বা সেবাগুলোর রিভিউ লিখতে পারেন
  • কোনো পণ্য বা সার্ভিস, যেমন আমাদের পণ্য বা সেবা সমূহের বা প্লাটফর্ম নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন
  • আমরা বিভিন্ন পণ্য বা সেবা  অফার করে থাকি। প্রতিটি পণ্য বা সেবার সাথে সম্পর্কিত বিষয়াবলি নিয়ে কনটেন্ট বানাতে পারেন। কোন পণ্য বা সেবা কেন প্রয়োজন,  কিভাবে লাভবান হবে, পণ্য বা সেবাগুলো কাদের জন্য- এসব নিয়ে কথাবার্তা বলতে পারেন।
  • অন্যান্য মার্কেটপ্লেসের সাথে আমাদের মার্কেটপ্লেসের সরাসরি তুলনা করে দেখাতে পারেন কেন আমরা ভাল 😀
  • আমরা আমাদের মার্কেটিং এর জন্য যেসব কনটেন্ট শেয়ার করি, সেগুলো নিজেরাও পাবলিশ করতে পারেন
  • আমরা প্রায়শই বিভিন্ন ডিসকাউন্ট বা বান্ডেল অফার দিয়ে থাকি, সেগুলো প্রোমোট করতে পারেন । ইত্যাদি

আশা করি বুঝতে পারছেন- পূর্ব অভিজ্ঞতা, বড় বাজেট, খুব বেশি সময় ও শ্রম দেয়ার সুযোগ না থাকলেও ছোট পরিসরে আশেপাশের মানুষের কাছে আমাদের পণ্য বা সেবা সমূহ প্রোমোট করেও মাসে বেশ কিছু টাকা আয় করা সম্ভব। যদি ফুল-টাইম অ্যাফিলিয়েট মার্কেটার হওয়ার ইচ্ছা বা পরিকল্পনা নাও থাকে, তবুও সম্ভব বাড়তি কিছু উপার্জন করা! কারণ আমাদের AmarBusiness24 অ্যাফিলিয়েট প্রোগ্রামের পুরো প্রসেসটাই সহজ এবং ঝামেলামুক্ত। ব্যাংক একাউন্ট, পেপাল, মাস্টারকার্ড, পেওনিয়ার এর ঝামেলা নেই। অনেক বেশি ফ্যানবেইজ বা অডিয়েন্স থাকাও জরুরী না শুরুতেই। ব্লগ, ওয়েবসাইট না থাকলে, ইউটিউবে ভিডিও বানানোর মত সামর্থ্য না থাকলে কেবল একটা ফেইসবুক পেইজ দিয়ে বা আশেপাশের মানুষের কাছে প্রোমোট করেও উপার্জন করা সম্ভব!

এফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছু কমন প্রশ্ন ও উত্তর

 অ্যাফিলিয়েট হতে কত খরচ হবে?

আমাদের অ্যাফিলিয়েট হওয়ার জন্য কোন টাকা লাগবে না; সম্পূর্ণ ফ্রি-তে রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাফিলিয়েট হিসেবে। এছাড়া এখানে কোন ন্যুনতম সেলস এর লিমিট নেই, যতটুক সেল করবেন ততটুকুর উপরই কমিশন পাবেন।

 আমি কত টাকা উপার্জনের আশা করতে পারি?

এটা সম্পূর্ণ আপনার উপর। আপনার উপার্জন নির্ভর করছে আপনার সুপারিশকৃত সেলস এর উপর। আমরা প্রতি সেল এর জন্য ৫-২০% পর্যন্ত কমিশন দিয়ে থাকি। যত সুপারিশ করবেন, আর যত সেলস হবে, ততই আপনার উপার্জন বাড়বে।

 কত সময় দেয়া লাগবে এর পিছে?

এটাও সম্পূর্ণ আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে। যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাহলে দিনে কমপক্ষে ১-২ ঘণ্টা সময় ব্যয় করে দেখতে পারেন। কেমন ফলাফল আসছে তার উপর ভিত্তি করে কম বা বেশি সময় দিতে পারেন।

 আমার ওয়েবসাইট বা ব্লগ কি আপনাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের যোগ্য?

প্রায় সকম ওয়েবসাইট বা ব্লগ ই আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য যোগ্য। তবে আপনার ব্লগ/পেইজ/ওয়েবসাইট/চ্যানেলে কোন ধরনের বিতর্কিত বা বেআইনি কন্টেন্ট থাকলে, আমরা মেম্বারশিপ বাতিল করে দিতে পারি।

 আমি আসলে কি শেয়ার করবো?

এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আপনি আমাদের যেকোন পণ্য বা সেবার লিংক শেয়ার করতে পারেন। কিংবা AmarBusiness24র হোমপেইজের লিঙ্ক শেয়ার করতে পারেন।

 পেমেন্ট এর নিয়মকানুন গুলো কিপেমেন্ট কীভাবে দেয়া হয়?

আমরা অ্যাফিলিয়েটদের প্রতি মাসে ২ বার পেমেন্ট দেই। প্রতি মাসের ১৪ এবং ২৮ তারিখ। আপনার উপার্জন ৫০০০ টাকা অতিক্রম করলেই আপনি পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট মেথড হিসেবে রয়েছে বিকাশ এবং রকেট

 আমি AmarBusiness24 অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে কীভাবে যোগ দিবো?

নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন পেইজে যান এবং রেজিস্ট্রেশন ফর্ম টি পূরণ করে আমাদের ইমেইলের জন্য অপেক্ষা করুন। আপনার এপ্লিকেশন যাচাই করে আমরা ২-৩ দিনের মধ্যে আপনাকে ইমেইলে জানিয়ে দিব।

কোনো প্রশ্ন থাকলেবা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ইমেইল করুন  info@amarbusiness24.com  এই ঠিকানায়।

 

 

CLICK HERE TO REGISTER AS AN AFFILIATE MARKETER

সেমিনারে সরাসরি বা জুম অথবা গুগল মিটে অংশগ্রহণ করে জেনে নিন।

 আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন, "আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানর কলা বেছে নেবে কারণ বানর জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।

Jack ma

প্রকৃতপক্ষে, আপনি যদি লোকেদের কাছে চাকুরি এবং ব্যবসা অফার করেন তবে তারা চাকুরি বেছে নেবে কারণ বেশিরভাগ লোকই বিশ্বাস করতে পারে না যে একটি ব্যবসায় বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারা যাবে।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে এবং তারা স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা।

মজুরির চেয়ে লাভ ভালো কারণ মজুরি আপনাকে সহায়তা করতে পারে, কিন্তু লাভ আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।

তাই আসুন চাকরি থাকুক সাময়িক প্রয়োজনের জন্য, কিন্তু জীবনের সকল সপ্নগুলোকে বাস্তবায়নের জন্য পার্ট-টাইম হলেও কোন ব্যাবসা শুরু করি।

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এটাও বলেছিলেন, " যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"

কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে ।

কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমর কাছ থেকে কত টাকা আয় করলো ? "

বরং এটা কখনো ভাববে না যে,

"ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? "

আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছে বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না ।

এরপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন । হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখেবন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব , কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন । শুধু সেই অপিরিচিত মানুষগুলোই নেই ।

এসো স্বপ্ন নয়...  সেবার মাধ্যমে লক্ষ্যে বিজয়।

➡️ আপনি কি বেকার?
➡️ চাকরি হারিয়ে চিন্তিত?
➡️ পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজছেন?
➡️ নাকি শুরু করতে চান নিজের বিজনেস?
➡️ নাকি বিদেশে থেকে দেশে বিজনেস করতে চান?

সমাহার ডট নেট  দিচ্ছে দেশে-বিদেশে রিসেলার হওয়ার সুযোগ। আজই আমাদের সাথে যোগদান করে হয়ে যান ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে গঠিত বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিষ্ঠানের গর্বিত রিসেলার।

সেমিনারে সরাসরি বা জুম অথবা গুগল মিটে অংশগ্রহণ করে জেনে নিন!
#রিসেলার হওয়ার সুযোগ সুবিধা সমূহ -

চলে আসুন আমাদের সেল সেন্টারে...

SaMaHaR.Net
amarbusiness24.com

1 GB Hosting only 199 tk

আপনার কি হোস্টিং লাগবে??
১ GB ওয়েব হোস্টিং মাত্র ১৯৯/- টাকায়
বিস্তারিত: goo.gl/rxfsRo

egCash


Welcome to egCash


egCash an online money transfer solution in the world. You can easily SEND & RECEIVED money on your own account any ware in the world. We have provide two type of account Like : PERSONAL & BUSINESS





www.egCash.net


Symphony Air Cooler

Symphony Air Cooler



Price Tk 8990.00 

Amar Business 24: Nova Rice Cooker

Amar Business 24: Nova Rice Cooker: Nova Rice Cooker   Price Tk 2450.00

Sony LED TV

Sony LED TV


 
KDL-70R550A
Price Tk 310000.00 

Nova Rice Cooker

Nova Rice Cooker



 
Price Tk 2450.00 

Nikon Digital Camera 10.1MP

Nikon Digital Camera 10.1MP


 
Coolpix L25 BK
Price Tk 3500.00

Singer Food Processor

Singer Food Processor



 
Price Tk 7280.00 

Moulinex Electric Kettle


Moulinex Electric Kettle


 
Price Tk 4800.00
 

Konka TV

Konka TV


 
KP2108SZ
Price Tk 12950.00 

Konka LED TV

Konka LED TV


 
KL22GT611
Price Tk 24000.00 

Konka Washing Machine

Konka Washing Machine


 

XQBK60-666
Price Tk 17500.00