সেমিনারে সরাসরি বা জুম অথবা গুগল মিটে অংশগ্রহণ করে জেনে নিন।

 আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন, "আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানর কলা বেছে নেবে কারণ বানর জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।

Jack ma

প্রকৃতপক্ষে, আপনি যদি লোকেদের কাছে চাকুরি এবং ব্যবসা অফার করেন তবে তারা চাকুরি বেছে নেবে কারণ বেশিরভাগ লোকই বিশ্বাস করতে পারে না যে একটি ব্যবসায় বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারা যাবে।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে এবং তারা স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা।

মজুরির চেয়ে লাভ ভালো কারণ মজুরি আপনাকে সহায়তা করতে পারে, কিন্তু লাভ আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।

তাই আসুন চাকরি থাকুক সাময়িক প্রয়োজনের জন্য, কিন্তু জীবনের সকল সপ্নগুলোকে বাস্তবায়নের জন্য পার্ট-টাইম হলেও কোন ব্যাবসা শুরু করি।

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এটাও বলেছিলেন, " যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"

কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে ।

কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমর কাছ থেকে কত টাকা আয় করলো ? "

বরং এটা কখনো ভাববে না যে,

"ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? "

আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছে বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না ।

এরপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন । হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখেবন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব , কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন । শুধু সেই অপিরিচিত মানুষগুলোই নেই ।

এসো স্বপ্ন নয়...  সেবার মাধ্যমে লক্ষ্যে বিজয়।

➡️ আপনি কি বেকার?
➡️ চাকরি হারিয়ে চিন্তিত?
➡️ পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজছেন?
➡️ নাকি শুরু করতে চান নিজের বিজনেস?
➡️ নাকি বিদেশে থেকে দেশে বিজনেস করতে চান?

সমাহার ডট নেট  দিচ্ছে দেশে-বিদেশে রিসেলার হওয়ার সুযোগ। আজই আমাদের সাথে যোগদান করে হয়ে যান ডিজিটাল ও ট্রেডিশনাল পদ্ধতির সমন্বয়ে গঠিত বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিষ্ঠানের গর্বিত রিসেলার।

সেমিনারে সরাসরি বা জুম অথবা গুগল মিটে অংশগ্রহণ করে জেনে নিন!
#রিসেলার হওয়ার সুযোগ সুবিধা সমূহ -

চলে আসুন আমাদের সেল সেন্টারে...

SaMaHaR.Net
amarbusiness24.com

No comments:

Post a Comment